আপনি যদি এই ১০ টি প্লাগিন ব্যবহার করেন তা হলে আপনার টেম্পলেটের চেহারা বদলে যাবে ।
১। UiKit – আসলে UiKit একটা CSS ফ্রেমওয়ার্ক যা আপনি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সাইটের এলিমেন্টকে সুন্দর সুন্দর অ্যানিমেশন দিতে পারবেন । ব্যবহার করার জন্য ভিজিট করুন http://www.getuikit.com/
২। Mixitup — আপনি যদি আপানার সাইটে পোর্টফলিও অ্যাড করতে চান তাহলে বোলব mixitup একবার দেখে আসতে পারেন । অনেক সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে ব্যবহার করতে পারেন । ব্যবহার করার জন্য ভিজিট করুন http://mixitup.io/
৩। Isotope — আমি আমার সাইটে কোন পোর্টফলিও অ্যাড করতে হলে আমি আইসোটোপ জেকোয়ারি এই প্লাগিন টা ব্যবহার করি আমার কাছে এই প্লাগিন টা ভালো লাগে ।আপনি ব্যবহার করতে পারেন । ব্যবহার করার জন্য ভিজিট করুন http://isotope.metafizzy.co
৪। Hoverizr — অনেক সময় প্রিমিয়াম টেম্পলেটে দেখা যায় ইমেজ ডিফল্ট অবস্থায় সাদা-কালো হোভার করলে আগের অবস্থায় এসে আই মিন রঙিন হয়ে যায় আপনি এই প্লাগিনের মাধ্যমে সেটা করতে পারবেন । ব্যবহার করার জন্য ভিজিট করুন http://www.iliasiovis.com/hoverizr/
৫ । prettyPhoto — আমি আমার করা মাক্সিমাম টেম্পলেটে এই প্লাগিনটা ব্যবহার করি আপনি ও ব্যবহার করতে পারেন । আসলে এই প্লাগিনের কাজ হচ্ছে কোন ইমেজ বা ভিডিওকে লাইট বক্সের মাধ্যমে ওপেন করা । আপনি এই প্লাগিন টা ব্যবহার করতে পারেন । তাছাড়া ও আরো অনেক লাইট বক্স প্লাগিন পাওয়া যায় । তবে prettyPhoto বেশি ব্যবহার হয় । ব্যবহার করার জন্য ভিজিট করুন http://www.no-margin-for-errors.com
৬ । FitVids — আসলে আপনার সাইটে যদি কোন ভিডিও থাকে তাহলে ভিডিও রেস্পন্সিভ করতে গেলে হয়তো একটু ঝামেলায় পরতে পারেন । আসলে আমি ভিডিও অটো রেস্পন্সিভ করার জন্য FitVids জেকোয়ারি প্লাগিন ব্যবহার করি আপনিও ব্যবহার করতে পারেন । এই প্লাগিনের কাজ হচ্ছে ভিডিও কে অটো রিসাইজ করা । ব্যবহার করার জন্য ভিজিট করুন http://www.fitVidsjs.com/
৭ । Sidr — রেস্পন্সিভের কথা যখন বলেই ফেললাম তখন মোবাইলের জন্য আপনারা Sidr প্লাগিন টা ব্যবহার করতে পারেন । এই প্লাগিন টা ব্যবহার করলে আপনারা ট্যাব বা মোবাইলের জন্য সাইডবারে একটা সুন্দর মেন্যু দেখতে পাবেন জিনিস তা দেখতে ভালো লাগে । এটা ব্যবহারে জন্য ভিজিট করুনb http://www.berriart.com/sidr/
৮ । jQuery-Collapse — Accordions বা Collapse ম্যাক্সিমাম সাইটে দেখা যায় । আসলে এই গুলোর মাধ্যমে আপনি ক্লাইন্টের টেস্টটোমোনিয়াল বা কোম্পানির নীতি এই জিনিস গুলো দেখাতে পারেন । আমার দেখা এই প্লাগিন টাই বেস্ট এবং কাস্টমাইজেশন অনেক সোজা , ব্যবহার করতে পারেন । ব্যবহার করার জন্য ভিজিট করুন http://github.com/danielstocks/jQuery-Collapse/
৯ । Box Slider বা Owl Carousal — আসলে একটা টেম্পলেটে স্লাইডার বা কারসাল থাকবে তো সে ক্ষেত্রে আপনি Box Slider বা Owl Carousal ব্যবহার করতে পারেন । ব্যবহারের জন্য ভিজিট করুন http://bxslider.com বা http://www.owlgraphic.com/owlcarousel/
১০ । Nice Scroll — আমার সাদা-মাটা Scroll বার মোটেই পছন্দ নয় তাই আমি ব্যবহার করি Nice Scroll আপনি ও ব্যবহার করতে পারেন । ব্যবহার করার জন্য https://github.com/inuyaksa/jquery.nicescroll । এই Scroll বারে আপনি ইচ্ছা মত কালার পরিবর্তন করতে পারবেন ।
No Comment to " ১০ টি প্লাগিন যা বদলে দিবে আপনার টেমপ্লেটের চেহারা "